এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়

এশিয়ান গেমস হকিতে দুই হারের পর টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ হকি দল। এবার লাল-সবুজের প্রতিনিধিরা উজবেকিস্তানকে হারিয়েছে ৪-২ গোলে।

হাংঝু নগরীর গুয়াংশু কানাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টার ১-১ ও দ্বিতীয় কোয়ার্টার ২-২ গোলের সমতায় শেষ হয়। পরের দুই কোয়ার্টারেই একটি করে গোল করে বাংলাদেশ। বিপরীতে কোন গোল হজম না করায় জয় পায় ৪-২ গোলে।

ম্যাচের ১০ম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল ইসলাম। রুসলান করিমভের গোলে ৭ মিনিট পরই সমতায় ফেরে উজবেকরা। ২১ মিনিটে আরশাদ হোসেনের গোলে আবারও লিড পায় বাংলাদেশ। এই লিডও বেশি সময় ধরে রাখা সম্ভব হয়নি। ২-২ গোলের সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার। অবশ্য শেষ দুই কোয়ার্টারে আর বাংলাদেশের সীমানায় সুবিধা করতে পারেনি প্রতিপক্ষ উজবেকিস্তানের খেলোয়াড়রা। ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল ইসলাম। এর দশ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের পক্ষে চতুর্থ গোল করেন আমিরুল ইসলাম।

এর আগে বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-৭ গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের কাছে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫-২ গোলে পরাজিত হয়। তবে তৃতীয় ম্যাচে ৭-৩ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে জয়ের মুখ দেখে। আজ চতুর্থ ম্যাচে ৪-২ গোলে হারালো উজবেকিস্তানকে।

এখনও পর্যন্ত গ্রুপ পর্বের চার ম্যাচে বাংলাদেশ দু’টি জয় পেয়েছে। বিপক্ষ দলের কাছে ১৭ গোল হজম করেছে। শোধ করেছে ১৫ গোল।

২ অক্টোবর ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Exit mobile version