এশিয়া কাপ হকিতে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত

`আমরা সরকারের সাথে যোগাযোগ করছি, মনে হয় না পাকিস্তানকে পুরুষদের এশিয়া কাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে’। ভারতের বিহারে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মেন্স হকি এশিয়া কাপের জন্য পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এভাবেই নিজের মন্তব্য প্রকাশ করলের ভারতীয় হকির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা।

ওই কর্মকর্তার ভাষ্যমতে, ‘পহেলগাম সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিন্দুরের পর টুর্নামেন্ট থেকে পাকিস্তানকে বাদ দেয়ার দাবি ক্রমই জোরালো হচ্ছে। ফলে, ভারতের মাটিতে অনুষ্ঠেয় পুরুষদের হকি এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে, এই বিষয়ে সরকারের সাথে আলোচনা চলছে এবং তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিহারের ঐতিহাসিক শহর রাজগীরে ২৯শে আগস্ট থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত ‘রাজগীর হকি স্টেডিয়ামে’ পুরুষদের এশিয়া কাপ ২০২৫ আয়োজন করবে ভারত। টুর্নামেন্টের দুই মাসেরও কম সময় হাতে থাকলেও ‘হকি ইন্ডিয়া’ এখনও পাকিস্তানের পুরুষদের হকি দলের দেশে আগমনের জন্য সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

“আমরা সরকারের সাথে যোগাযোগ করছি, এবং তারা যে নির্দেশনা দেবে তা আমরা অনুসরণ করব। বর্তমান পরিস্থিতি সম্পর্কে, আমি মনে করি না পাকিস্তান দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে,” হকি ইন্ডিয়ার একজন কর্মকর্তা আগস্টে এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস, আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন।

ভারতের মাটিতে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন দল আগামী বছর বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আয়োজিত ২০২৬ সালের পুরুষদের হকি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে। যেখানে পাঁচ মহাদেশের ১৬টি দল চূড়ান্তপর্বে অংশ নেবে।

Exit mobile version