ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এএইচএফ কাপ হকিতে বড় জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলের হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোহানুর রহমান সবুজ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
ম্যাচের প্রথম কোয়ার্টারে কোন দলই প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে উভয় দলই একটি করে গোল করে। অর্থাৎ ১-১ গোলে শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি কাজাখস্তানের খেলোয়াড়রা। এই সময় বাংলাদেশ তিন গোল করলেও নিজেদের জাল অক্ষত রেখেছে। ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় কোয়ার্টার শেষ করা বাংলাদেশ দল চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরও এক গোল আদায় করে নেয়।
সব মিলিয়ে ৫-১ গোলের আয়েশী জয় নিয়ে মাঠ ছাড়ে মামুন-উর-রশীদের ছেলেরা।
আগামী রোববার দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
টুর্নামেন্টের বি-গ্রুপে (পুল বি) খেলছে বাংলাদেশ। পাঁচ দলের গ্রুপে খেলছে কাজাখস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
পুল-এ’তে খেলছে ওমান, চায়নিজ তাইপে, হংকং চায়না, উজবেকিস্তান ও সিঙ্গাপুর।
এ.এইচ.এফ কাপ হকিতে পুরুষদের পাশাপাশি নারীরাও খেলছে। পুরুষ বিভাড়ে ১০ দল অংশ নিলেও মেয়েদের বিভাগে অংশ নিয়েছে ছয় দল।
