চাইনিজ তাইপেকে উড়িয়ে এশিয়া কাপে জয় পেল বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। মালয়েশিয়ার বিপক্ষে ১-৪ গোলের হারের পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী লাল-সবুজ বাহিনী ৮-৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপেকে।

ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুর দিকেই গোলের উৎসব শুরু হয়। চতুর্থ মিনিটেই মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। তবে ১০ ও ১৮ মিনিটে চাইনিজ তাইপে টানা দুই গোল করে লিড নেয়। চাপে পড়ে যাওয়া বাংলাদেশ ২৬ মিনিটে সমতায় ফেরে, এটিও ফিল্ড গোল।

দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত লড়াইয়ে টিকে থাকলেও তৃতীয় কোয়ার্টার থেকে আর প্রতিরোধ গড়তে পারেনি তাইপে। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। এরপর ৪২ মিনিটে রাকিবুল ইসলামের পরপর দুটি গোল প্রতিপক্ষকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেয়। মাত্র তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ গোল করেন।

বাংলাদেশের আক্রমণ থেমে থাকেনি। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু দলের হয়ে সপ্তম গোল করেন। দুই মিনিট পর আবারও আশরাফুল ইসলাম গোল করে বাংলাদেশের গোল সংখ্যা দাঁড় করান আটে। শেষ মুহূর্তে চাইনিজ তাইপে একটি গোল শোধ করলেও ততক্ষণে জয় নিশ্চিত হয়ে যায় লাল-সবুজদের।

আব্দুল্লাহ, আশরাফুল ও রাকিবুল; তিনজনই জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক হকিই ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের আত্মবিশ্বাস।

আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এ ম্যাচে সেরা পারফরম্যান্সটাই দেখাতে হবে লাল-সবুজদের।

Exit mobile version