চীন গেলো অনূর্ধ্ব-১৮ পুরুষ ও নারী হকি দল

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে চীন গেলো বাংলাদেশ পুরুষ ও মহিলা হকি দল। মঙ্গলবার সাড়ে ১১টায় চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বাংলাদেশ দল। ৩ জুলাই থেকে চীনের দাঝো শহরে শুরু হচ্ছে বয়স ভিত্তিক এই প্রতিযোগিতা।

১১ দলের পুরুষদের এশিয়া কাপে পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা এবং হংকংয়ের সাথে পুল এ তে অংশগ্রহণকারী বাংলাদেশ পুরুষ দল ৩ জুলাই উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে।

আট দলের মহিলা এশিয়া কাপে, শক্তিশালী জাপান, উজবেকিস্তান এবং হংকংয়ের সাথে পুল এ তে থাকা বাংলাদেশ দল ৪ জুলাই জাপানের বিরুদ্ধে তাদের টুর্নামেন্ট অভিযান শুরু করবে।

প্রতিটি গ্রুপ থেকে দুটি শীর্ষ দল পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে এবং রাউন্ডের দুটি শীর্ষ দল ফাইনালে খেলবে।

Exit mobile version