পাঁচ ম্যাচে ৪৭ গোল হজম করে চ্যাম্পিয়নশিপ মিশন শেষ করলো বাংলাদেশ মাস্টার্স দল

টানা পাঁচ ম্যাচ পরাজয়ে ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের মিশন শেষ করেছে বাংলাদেশ মাস্টার্স দল। আজ সিঙ্গাপুরের কাছে লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছে ০-১২ গোলে। এর আগেও গ্রুপ পর্বে টানা চার ম্যাচ হেরেছিলো বাংলাদেশ।

আজ সকালে হংকং শহরে অনুষ্ঠিত তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। উর্ধ্ব-৪০ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে সিঙ্গাপুরের কাছে গোলবন্যায় ভেসেছে তাঁরা। প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে ছিলো সিঙ্গাপুর মাস্টার্স দল। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ০-১২ গোলের ব্যবধানে।

এর আগে গ্রুপ পর্বে ২১ নভেম্বর প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ০-৯ গোলে, ২২ নভেম্বর স্বাগতিক হংকংয়ের কাছে, ২৪ নভেম্বর ১-৩ গোলে সিঙ্গাপুরের কাছে এবং গতকাল স্বাগতিক হংকং সোনাম দলের কাছে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মোট পাঁচ ম্যাচে ৪৭টি গোল হজম করে মাত্র ২ গোল করেছে বাংলাদেশ।

ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো অংশ নিয়েছিলো বাংলাদেশ। বয়সভিত্তিক এই আন্তর্জাতিক আসরে মোট তিনটি ক্যাটাগরিতে মাস্টার্সরা অংশ নিয়ে থাকেন। ৪০ বছর বয়সী এবং তার ওপরে, ৪৫ বছর ও তার ওপরে এবং ৫০ বছর বয়সী এবং তার ওপরে থাকা বয়সী সাবেক খেলোয়াড়রা এই টুর্নামেন্টে খেলে থাকেন। বাংলাদেশ ৪০ ও তার ওপরের থাকা বয়সী ক্যাটাগরিতে খেলেছে।

Exit mobile version