পাকিস্তানকে পেনাল্টিতে হারিয়ে আজলান শাহ হকির শিরোপা জাপানের

মালয়েশিয়ার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ফাইনালে শনিবার নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকার পর ফলাফল নির্ধারণী টাইব্রেকে আর সুবিধা করতে পারেনি পাকিস্তান। ৪-১ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো জাপান।

পাকিস্তান তাদের প্রথম তিন হিটের দুটিই মিস করে। আর জাপান তাদের চার হিটের সবগুলোতেই সাফল্য পায়।

নির্ধারিত সময়ের খেলায় জাপান প্রথমে লিড নেয়। ১২তম মিনিটে জাপানকে এগিয়ে দেন সেরেন তানাকা। পাকিস্তান সমতায় ফেরায় এজাজ আহমেদের গোলে ম্যাচের ৩৪তম মিনিটে। এর তিন মিনিট পর আব্দুল রহমানের গোলে লিড নেয় পাকিস্তান। ৪৭তম মিনিটে জাপানকে সমতায় ফেরান কাজুমাসা মাতসুমুতো।

১৯৮৩ সালে শুরু হওয়ার পর থেকেই দ্বি-বার্ষিক এই টুর্নামেন্টটি হকি বিশ্বে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এই পর্যন্ত ৩১ আসরের মধ্যে সর্বোচ্চ ১০ বার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয়স্থানে থাকা ভারত জিতেছে ৫বার। পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে। দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি, গ্র্রেট ব্রিটেন ও নিউজিল্যান্ড।

Exit mobile version