বিকেএসপিকে ৮-২ গোলে হারালো নৌবাহিনী

বিজয় দিবস হকি

প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকি দিয়ে আবারও সরগরম মওলানা ভাসানি স্টেডিয়াম। উদ্বোধনী দিনের খেলায় বিকেএসপিকে ৮-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করলো নৌবাহিনী হকি দল। পেনাল্টি কর্ণার মাস্টারখ্যাত মো: আশরাফুল ইসলাম দলের পক্ষে করেন ৫ গোল।

প্রায় ৭ মাস পর টার্ফে ফেরা হকিতে স্টিকে গোলের ঝড় তোলেন আশরাফুল। স্কুপ ও প্লেসিংয়ের সম্বন্বয়ে পাঁচ গোল আদায় করে নেন নীল টার্ফে। ম্যাচের ১ম, ১০ম, ২৬, ২৭ ও ৪১তম মিনিটে গোলগুলো করেন আশরাফুল।

বাকি তিনটি গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ৭ম মিনিটে, ফজলে হোসেন রাবি ৩৫ মিনিটে এবং মাহবুব হোসেন ৪৯ মিনিটে।

ম্যাচটি মূলত ছিলো অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের মধ্যকার একটি ম্যাচ। কারণ বাংলাদেশ নৌবাহিনী দলে ছিলেন জাতীয় দলের ৯ জন তারকা। তাদের প্রতিপক্ষ সবাই বিকেএসপির শিক্ষার্থী। তবে দ্বিতীয় কোয়াার্টারের মাঝামাঝি সাত মিনিটের মধ্যে দুটি গোল করে বিকেএসপি তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।

তানভীর রহমান সিয়াাম ১৭ তম এবং হুজাইফা হুসাইন ২৪ তম পেনাল্টিতে গোল করে স্কোরলাইন ৩-২ এ নিয়ে আসেন। তবে শেষ পর্বন্ত সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন একই ছিল।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে টুসৃামেন্টর উদ্বোধন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়জুল হাসান। এনএসসির সচিব আমিনুল ইসলাম সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Exit mobile version