প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার দুপুরে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল নৌবাহিনী ৪-১ গোলে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বিমান বাহিনী ৫-২ গোলে বিকেএসপিকে পরাজিত করেছে।
শনিবার দুপুর পৌনে একটায় শুরু হওয়ার প্রথম সেমিতে নৌ বাহিনীর আক্রমণাত্মক খেলার সামনে প্রথম দুই কোয়ার্টার লড়াই করলেও শেষ পর্যন্ত আর তাল সামলাতে পারেনি হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ।
১২তম মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যর ডিফেন্সের বাধা টপকে দ্বীন ইসলামকে কাটব্যাক করেন। গোল পেস্টের সামনে তাকে অবৈধ ভাবে রুখে দেয়া হলে পেনাল্টি পায় নৌবাহিনী। আশরাফুল ইসলাম পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি।
হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য ৪০ মিনিটে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারে ম্যচে ফেরে। স্কোরবোর্ডে ১-১ দেখা যায় তবে বিমান বাহিনী তাদের সেরাটা রেখে দিয়েছিল শেষ দুই কোয়ার্টারের জন্য। এ দুই কোয়ার্টারে আরও তিনটি গোল যোগ করে তারা।
আশরাফুলের দ্বিতীয় গোলের পর ম্যাচের ৪৯তম মিনিটে রোমান সরকারের তৃতীয় এবং ৫৮তম মিনিটে মাহবুব হোসেন চতুর্থ গোল করে দলকে ফাইনালে পৌঁছে দেন।
দ্বিতীয় সেমিফাইনালে বিমান বাহিনীর সামনে দাঁড়াতেই পারেনি বিকেএসপির তরুণরা। বিমান বাহিনীর পেনাল্টি কর্ণার মাস্টার সোহানুর রহমান সবুজ একাই পাঁচ গোল করে মওলানা ভাসানি স্টেডিয়ামের নীল টার্ফে ঝড় তোলেন। ম্যাচের ২১, ২৭, ২৯, ৩১ ও ৪৩ মিনিটে সোহানের স্টিক থেকে একের পর পর গোল পায় বিমান বাহিনী। বিকেএসপির পক্ষে দুই গোল করে ব্যবধান কমান মেহেদি হাসান অভি ও হুজায়ফা হেসেন।