ওমানে শুরু হতে যাচ্ছেন জুনিয়র নারী ও পুরুষ হকি এশিয়া কাপ। এই টুর্নামেন্ট থেকেই জুনিয়র বিশ্বকাপের জায়গা পাবে একাধিক দল। বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশের দুই দল।
যুব বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ এশিয়ার শীর্ষ ৬ দেশ খেলার সুযোগ পাবে। স্বাগতিক ওমানের পাশাপাশি বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান, চীন ও মালয়েশিয়া। পাকিস্তান ও মালয়েশিয়া শক্তিশালী দল। ফলে বাংলাদেশের লক্ষ্য ওমান ও চীনকে হারানো।
পুরুষ দলের কোচ মওদুদুর রহমান শুভ বাংলাদেশের দারুণ সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য গ্রুপে তৃতীয় হওয়া। আর তা হলেই বিশ্বকাপে খেলার লক্ষ্য পূরণ হবে।’
নারী দলের কোচ রাজু বলেন, মেয়েদের গ্রুপ থেকে ৫টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আমরা চেষ্টা করবো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে।’
পুরুষ দল ২৩ নভেম্বর দেশ ছাড়বে। নারী দল যাবে ৩ ডিসেম্বর।