বাংলাদেশের হকি দল অনন্য এক কীর্তি গড়েছে মঙ্গলবার। ওমানের মাসকাটে চলমান এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে আজ থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে। এ জয়ের মাঝ দিয়ে বাংলদেশ যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এ জয়ে বাংলাদেশ ফাইনালেও উঠেনি, এমনকি শেষ চারেও পৌঁছাতে পারেনি। পঞ্চম স্থান দখলের লড়াইয়ে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশের জন্য এটাই যথেষ্ঠ ছিল। স্থান নির্ধারণী খেলায় হারলেও বিশ্বকাপে খেলা নিয়ে কোনো সমস্যা নেই বাংলাদেশের।
আগামী বিশ্বকাপের আসর ভারতে বসবে। স্বাগতিক দেশসহ এশিয়া থেকে মোট সাতটি দল অংশ নেবে। স্বাগতিক হিসেবে ভারতের খেলার তো সুযোগই রয়েছে, তার পাশাপাশি তারা যোগ্যতার লড়াইয়েও উত্তীর্ন হয়েছে। যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে তারা।
১০ দল নিয়ে গত ২৬ নভেম্বর মাসকাটে জুনিয়র এশিয়া কাপ হকির খেলা শুরু হয়। ‘বি’ গ্রুপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে। চতুর্থ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র। আজ থাইল্যান্ডকে হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
সেমিফাইনালে ভারত খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। আর পাকিস্তানের প্রতিপক্ষ জাপান।