লম্বা সময় পর দলে ফিরছেন ভারতের দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন সিরিজকে সামনে রেখে তারা দলে ফিরছেন। অস্ট্রেলিয়া সফরে ভারত তিনটি একদিনের ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
ভারতীয় ক্রিকেট দর্শকেরা এই সিরিজের জন্য উম্মুখ হয়ে অপেক্ষায় রয়েছে। শেষবার ভারতীয় জার্সিতে কোহলি ও রোহিত শর্মাকে দেখা গিয়েছিল এ বছরের মার্চে। তারপর প্রায় কেটে গেছে সাত মাস। ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যানসুারে এখন পর্যন্ত এক লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। মাত্র ৩০ হাজার টিকিট বাকি রয়েছে। সিডনি ও অ্যাডিলেডের ম্যাচগুলোর টিকিটের আর অবশিষ্ট নেই। পার্থের কিছু টিকিট বাকি রয়েছে।
সিরিজকে সামনে রেখে ভারতীয় দলে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসছে। রোহিত শর্মাকে একদিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও কোহলি থাকছে না এমনটা প্রায় নিশ্চিত। তাই এই অস্ট্রেলিয়া সফরই হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।
টি-টোয়েন্টি সিরিজে রোহিত ও কোহলি খেলবে না। তবুও উম্মাদনার কমতি নেই।দলে রয়েছে তরুণ তারকা অভিষেক শর্মার দাপট। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছেন তিনি, ফলে তাকে দেখার আগ্রহও আকাশছোঁয়া।
