হংকংকে উড়িয়ে এশিয়া কাপ হকি শুরু বাংলাদেশের

অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

দ্বীন ইসলাম

অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে তারা হংকংকে ৩-০ গোলে হারিয়েছে।

চীনের দাজু হকি ট্রেনিং সেন্টারে আজ সকাল সাড়ে ছয়টায় শুরু হয় ম্যাচটি। শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে থাকে বাংলাদেশের যুবারা। তবে প্রথম কোয়ার্টারে কোনো গোলের দেখা পায়নি।

দ্বিতীয় কোয়ার্টারে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। দ্বীন ইসলাম ২০ মিনিটে গোল করেন। ২৬ মিনিটে আবার গোল করেন দ্বীন ইসলাম। ৪৩ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ, গোলদাতা হাসান অমিত।

টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। পরের ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, পাকিস্তান ও শ্রীলঙ্কা। পরবর্তী ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ৫ জুলাই বিকাল ৩.৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

Exit mobile version