হকিতে ফের বিতর্ক, যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে ক্ষুব্ধ জাতীয় দল

বাংলাদেশ হকিতে ফের উঠল বিতর্কের ঝড়। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তো রয়েছেই, এবার নতুন করে আলোচনায় এসেছে কর্মকর্তার আচরণ। জাতীয় দলের খেলোয়াড় নাইম উদ্দিনকে অশালীন গালি দেওয়ায় হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবু জাফর তপনের পদত্যাগ দাবি করেছেন কয়েকজন সিনিয়র খেলোয়াড়।

শুক্রবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন পুষ্কর ক্ষিসা মিমো, নাইম, আবেদ, নিলয়সহ প্রায় ডজনখানেক খেলোয়াড়। সেখানে ক্ষোভ প্রকাশ করে নাইম বলেন, “দল থেকে খেলোয়াড়রা বাদ পড়বে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু জাতীয় দলের একজন খেলোয়াড়কে একজন কর্মকর্তা ‘বাস্টার্ড’ বলবে এটা মেনে নেওয়া যায় না। আমরা বাস্টার্ড গালি দেওয়া যুগ্ম সম্পাদক আবু জাফর তপনের পদত্যাগ চাই।”

পুষ্কর ক্ষিসা মিমো সম্প্রতি এএইচএফ কাপে অধিনায়ক ছিলেন। তবে এবার এশিয়া কাপের দলে জায়গা পাননি। তার অভিযোগ, নির্বাচনে স্বচ্ছতা ছিল না এবং কর্মকর্তাদের সঙ্গে আগের দ্বন্দ্বের কারণেই কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। “একজন জ্ঞানসম্পন্ন মানুষও আরেকজনকে বাস্টার্ড বলে গালি দিতে পারেন না। সেখানে জাতীয় দলের একজন সিনিয়র খেলোয়াড়কে বলেছেন যুগ্ম সম্পাদক। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই,” ক্ষোভ ঝাড়েন মিমো।

খেলোয়াড়রা ফেডারেশন সভাপতি ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার তারা সরাসরি এনএসসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন।

অভিযোগের জবাবে আত্মপক্ষ সমর্থন করেছেন তপন। তিনি বলেন, “দল থেকে বাদ পড়ার পর নাইম ফেডারেশন সেক্রেটারির রুমে এসেছিল। তার ক্ষোভ ছিল, আমিও নিজেকে সংযত রাখতে পারিনি। একপর্যায়ে বাজে আচরণ করেছি। তবে তাৎক্ষণিকভাবে তার কাছে ক্ষমা চেয়েছি।”

এর আগে রাসেল মাহমুদ জিমির মতো অভিজ্ঞ খেলোয়াড়কে দলে না রাখায় ফেডারেশন সমালোচনার মুখে পড়ে। এবার কর্মকর্তার ভাষা ব্যবহারের ঘটনায় আবারও নড়বড়ে হয়ে উঠল বাংলাদেশ হকি অঙ্গন।

Exit mobile version