হকিতে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ পুরুষ ও মহিলা দল।
সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ) ছেলেদের বিভাগে শিরোপা জিতে নিলো বাংলাদেশ। ফাইনালে আজ বাংলাদেশের চ্যালেঞ্জের সামনে পরেছিলো শক্তিশালী চীন, হেরেছে ৪-২ গোলে। জুনিয়র এএইচএফ কাপের আগের আসরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও শিরোপা ধরে রাখলো তাঁরা।
অন্যদিকে জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে বাংলাদেশের নামের পাশে ১৫ পয়েন্ট। আজ সিংগাপুরকে ৭-১ গোলে হারিয়ে রানার আপ হয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ নারী হকি দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















