এশিয়ান গেমসের হকিতে ভারতীয় পুরুষ দলের কাছে ১২-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেইসঙ্গে এই ম্যাচের মাধ্যমে হকিতে গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ।
ম্যাচের ২ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারত। হাফ টাইমে ভারত ৬টি গোল করে। এরপর পুরা খেলা শেষে গোলের সংখ্যা দাঁড়ায় ১২। হারমানপ্রীত সিং ও মনদীপ সিং দুজনেই হ্যাটট্রিক করেন। ৩টা করে মোট ৬টি গোল করেন। দুটি গোল করেন অভিষেক, বাকি গোল করেন ললিত উপাধ্যায়, অমিত রুইদাস, নীলকান্ত শর্মা, গুরজান্ত সিং। এর মাধ্যমে ১২ গোলে পৌঁছায় ভারত।
এশিয়াডের গ্রুপ পর্বের শুরু করেই নিজেদের দাপুটে পারফরমেন্স দেখিয়েছে ভারত। এর আগে পাকিস্তানকে ১০ গোলে হারায় ভারত। সেই সাথে সিঙ্গাপুর ও উজবেকিস্তানের জালেও গড়ায় ১৬ গোল।
১৯৮২ দিল্লি এশিয়াডে ভারত ১২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। ৪১ বছর পর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো।
গ্রুপে বাংলাদেশের দুটি জয় এসেছে সিঙ্গাপুর (৭-৩) ও উজবেকিস্তানের (৪-২) বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















