প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আসরটি অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে, শুরু ২৮ নভেম্বর। এ লক্ষ্যকে সামনে রেখে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ যুব হকি দল।
গতকাল (শনিবার) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ছিল খেলোয়াড়দের রিপোর্টিং। ৩৮ জন খেলোয়াড় নির্ধারিত সময়ে রিপোর্ট করেছেন। তবে ব্যক্তিগত কারণ ও পরীক্ষার জন্য ৬ জন অনুপস্থিত ছিলেন এবং একজন খেলোয়াড় ইনজুরির কারণে ক্যাম্প থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন। আজ দেশীয় দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের অধীনে অনুশীলন শুরু হবে।
প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ৪৫ জন খেলোয়াড়। এ সংখ্যাকে অনেকটাই বেশি মনে করছেন সংশ্লিষ্টরা, কারণ হকি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড হয় ১৮ জনের। তবুও কোচ আশিক বলেন, ‘আগামীকাল অনুশীলনের পর বোঝা যাবে কার ফিটনেস কেমন। কয়েক সপ্তাহ ফিটনেসের উপর কাজ হবে।’
বাংলাদেশ হকি ফেডারেশন ইতোমধ্যে ডাচ কোচ অ্যাকম্যানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা এগিয়ে নিয়েছে। তিনি আগামী ১ সেপ্টেম্বর থেকে দলের সঙ্গে কাজ শুরু করবেন। ততদিন পর্যন্ত দেশীয় কোচরাই দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এশিয়ান পর্যায়ে দুই ধাপে উত্তীর্ণ হয়ে। তবে বিতর্ক তৈরি হয়েছে কোচ মওদুর রহমান শুভকে নিয়ে, যিনি বিশ্বকাপে কোয়ালিফাই করানো সত্ত্বেও বাদ পড়েছেন কোচিং প্যানেল থেকে।
চার মাসের প্রস্তুতিতে শক্তিশালী ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কোরিয়ার বিপক্ষে কতটা লড়াই করতে পারবে বাংলাদেশ, তা সময়ই বলে দেবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















