রেকর্ড ভাঙা গড়ার মধ্য দিয়ে জমে উঠেছে প্যারিস অলিম্পিক। এবার রোমাঞ্চ ছড়িয়ে টানা দ্বিতীয় দিনের মতো প্যারিস অলিম্পিকে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। দারুণ সাফল্য দেখিয়ে পদকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১১ সোনা, ৭ রুপা, ৬ ব্রোঞ্জসহ মোট ২৪ পদক নিয়ে সবার ওপরে চিন। তবে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সকে পেছনে ফেলে দুইয়ে যুক্তরাষ্ট্র। তাদের ঝুলিতে এখন ৯ সোনা, ১৫ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জ নিয়ে ৩৭টি পদক জিতেছে।
আগের দিনের সমান সোনা নিয়ে ফ্রান্স এখন তৃতীয় স্থানে। ফ্রান্স ৮ সোনা,১১ রৌপ্য ও ৮ ব্রোঞ্জ নিয়ে ২৭টি পদক নিয়ে তৃতীয় স্থানে।
চার তালিকায় চার নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়া। ৮ সোনা, ৬ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ মিলে ১৮টি পদক জিতে এখন চার নম্বরে।
এক নজরে দেখে নিন পদক তালিকা শীর্ষে কারা
দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
চীন ১১ সোনা, ৭ রৌপ্য, ৬ ব্রোঞ্জ নিয়ে মোটস ২৪।
যুক্তরাষ্ট্র সোনা ৯, রৌপ্য ১৫ ও ১৩ ব্রোন্স নিয়ে ৩৭
ফ্রান্স ৮ সোনা, ১১ রৌপ্য, ৮ ব্রোঞ্জ মোট ২৬।
অস্ট্রেলিয়া সোনা ৮, রৌপ্য ৬, ব্রোঞ্জ ৪ মোট ১৮।
জাপান ৮ সোনা, ৩ রৌপ্য, ৫ ব্রোঞ্জ মোট ১৬
গ্রেট ব্রিটেন ৬ সোনা, ৭ রৌপ্য ও ৭ ব্রোঞ্জ ২০
দ. কোরিয়া ৬ সোনা, ৩ রৌপ্য, ৩ ব্রোঞ্জ মোট ১২
ইতালি ৫ সোনা ৭ রৌপ্য ৪ ব্রোঞ্জ মোট ১৩
কানাডা ৩ সোনা, ২ রৌপ্য ৩ ব্রোঞ্জ ৮
জার্মানী ২ সোনা, ২ রৌপ্য ও ২ ব্রোঞ্জ
৬ হংকং ২ সোনা ও ২ ব্রোঞ্জ ৪।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















