আজ থেকে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, উদ্বোধন করবেন আমিনুল বুলবুল

এক বছরের বিরতির পর আবারও শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধন হবে এই ছয় দিনব্যাপী প্রতিযোগিতার। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম বুলবুল।

এবারের আসরে অংশ নিচ্ছেন দেশের ছয় বিভাগের ৬৩টি জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ডের মোট ৪৫৭ জন শাটলার। এর মধ্যে পুরুষ শাটলারের সংখ্যা ৩৭৭ এবং নারী শাটলার ৮০ জন। মূলত সিনিয়র পর্যায়ের খেলোয়াড়দের জন্য আয়োজিত এই টুর্নামেন্টে ১৬ বছরের কম বয়সী কেউ অংশ নিতে পারবে না।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন জানান, ‘এবার আমরা কঠোরভাবে বয়স যাচাই করছি। শুধুমাত্র ঊর্ধ্ব-১৬ খেলোয়াড়রাই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আগেও এই নিয়ম ছিল, তবে কার্যকরভাবে প্রয়োগ হয়নি।’

এবারের আসরে একক ও দ্বৈত বিভাগে পুরুষ ও নারীরা লড়াই করবেন পদকের জন্য। দীর্ঘ বিরতির পর আয়োজিত হওয়ায় শাটলারদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জাতীয় পর্যায়ে নিয়মিত এই প্রতিযোগিতা আয়োজন না হওয়ায় অনেক প্রতিভাবান খেলোয়াড়ের বিকাশ ব্যাহত হয়েছে বলে মত বিশ্লেষকদের। তাই এবারের চ্যাম্পিয়নশিপকে ঘিরে আশা করা হচ্ছে নতুন শাটলারদের উত্থান ঘটবে এবং দেশীয় ব্যাডমিন্টনের পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে।

Exit mobile version