আর্জেন্টিনা ও স্পেন সেমিফাইনালে

ফুটসাল নারী বিশ্বকাপ

জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উৎসব

ফুটসাল নারী বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। একই দিন তাদের সঙ্গী হয়ে শেষ চারে পা রেখেছে স্পেন। সোমবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ৪-১ গোলে কলাম্বিয়াকে হারায়। অন্যদিকে স্পেন মরক্কোর বিপক্ষে গোল উৎসব করে। ৬-১ গোলে জয় পায় তারা।

আর্জেন্টিনার জয়ে মূল ভূমিকায় ছিলেন রোসি। জোড়া গোল করেছেন তিনি। এছাড়া নুনেজ ও নাভা একটা করে গোল করেন।

অন্যদিকে স্পেনের হয়ে আলো ছড়িয়েছেন করডোবা। চার গোল করেছেন তিনি। লোপেজ পারডো এবং স্যাম্পের অন্য দুই গোল করেন।

আগামী ৫ ডিসেম্বর দুই সেমিফাইনাল মাঠে গড়াবে। অন্য দুই সেমিফাইনালিস্ট এখনো চূড়ান্ত হয়নি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ পর্তুগাল ইতালির ও ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। আগামী ৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

পর্তুগাল ও ইতালি মধ্যে খেলার জয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। অন্যদিকে ব্রাজিল ও জাপানের মধ্যেকার লড়াইয়ে জয়ী দল সেমিতে স্পেনের মোকাবেলা করবে।

Exit mobile version