ইসলামিক সলিডারিটি গেমস
সৌদি আরবের রিয়াদে আগামী ৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ইসলামিক সলিডারিটি গেমসের ষষ্ঠ আসর বসতে যাচ্ছে। যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের ৩৬ ক্রীড়াবিদ। অবশ্য প্রশিক্ষক, কর্মকর্তা, শেফ দ্য মিশন, টিম এটাচে, চিকিৎসক মিলিয়ে সে সংখ্যা ৫২ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের ৫৭টি ইসলামিক দেশ থেকে প্রায় ৩ হাজার ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবেন। বাংলাদেশ অংশ নিবে ১০ টি ডিসিপ্লিনে। বাংলাদেশ দলের ‘টিম লিডার’ অর্থাৎ শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাউন্সিলন মো. সেলিম ফকির।
আজ দুপুরে অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে গেমসে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শেফ দ্য মিশন মো. সেলিম ফকির, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর ও জাতীয় ক্রীড়া পরিষদ তথা এনএসসি’র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম।
কর্মকর্তারা জানান, এবার বাংলাদেশ থেকে অ্যাথলেটিক্সে চারজন, ফেন্সিংয়ে একজন, কারাতেকায় পাঁচজন, সুইমিংয়ে দুইজন, টেবিল টেনিসে পাঁচজন, ভারোত্তোলনে আটজন, কুস্তিতে দুইজন, উশুতে ছয়জন, জুডোতে দুইজন, এবং তায়কোয়াডোতে একজন–মোট ৩৬ জন অংশ নিচ্ছেন। যাদের মধ্যে ১৯ জনই নারী ক্রীড়াবীদ।
ইসলামিক সলিডারিটি গেমসের বিগত আসর থেকে বাংলাদেশের অর্জন শ্যুটিংয়ে ১টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ। আর্চারিতে দুই রৌপ্য ও ১টি ব্রোঞ্জ এবং কুস্তি থেকে এক ব্রোঞ্জ।
এবারের আসরে আর্চারি ও শ্যুটিং ইভেন্ট নেই। ফলে বাকি ইভেন্ট থেকে পদক জয়ের কথা জোরালোভাবে বলতে পারেননি কর্তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















