শিল্প সাহিত্যের শহর প্যারিসে তৃতীয়বারের মতো উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘অলিম্পিক’ এর। সর্বোচ্চ তিনবার অলিম্পিক আয়োজন করে এতোদিন লন্ডন ছিলো সবার ওপরে। এবার সেখানে যুক্ত হলো প্যারিসের নাম।
গ্রিসের অ্যাথেন্সে ১৮৯৬ সালে বসেছিলো আধুনিক অলিম্পিকের প্রথম আসর। ১৯৯০ সালে দ্বিতীয় আসরের স্বাগতিক হয়েছিলো প্যারিস। দুই যুগ অপেক্ষার ১৯২৪ সালে দ্বিতীয়বারের মতো অলিম্পিকের স্বাগতিক হয় প্যারিস। এবার অপেক্ষাটা ঠিক ১০০ বছরের। জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে এবারের আসরটা স্মরণীয় করে রাখার পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো প্যারিসের।
প্যারিস অলিম্পিকের ৩২ ডিসিপ্লিনের ৩২৯ ইভেন্টে অংশ নিচ্ছে ১০ হাজারের বেশি অ্যাথলেট। বাংলাদেশ থেকে পাঁচজন প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। এরা হলেন আরচ্যারিতে সাগর ইসলাম, স্প্রিন্টে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম, সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) পুরুষ ও নারী অ্যথলেটদের সংখ্যায় সমতা আনার চেষ্টা করছেন। যদিও কাজটি কঠিন। এবার সেই কঠিন কাজটি বাস্তবে রুপ দিয়েছেন প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষ। ৫ হাজার ২৫০ জন পুরুষ ও নারী অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্যারিসে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এমনকি অলিম্পিক শুরুর কয়েক ঘন্টা আগে প্যারিসের রেল নেটওয়ার্কে সন্ত্রাসী হামলা হয়েছে। এই কারণে কিছু ট্রেনের শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। ফলে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্যারিসে আসা অনেক দর্শককে ভোগান্তিতে পড়তে হয়েছে।