প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার ঝুলিতে যোগ হল আরও একটি শিরোপা। শ্রীলংকার কলোম্বোয় শহরে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র (অনুর্ধ্ব-২০ বছর) র্যাপিড দাবার ওপেন বিভাগে তাহসিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
ফিদে মাস্টার তাহসিন ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপের জন্য শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার সাথে টাই করেন এবং টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা নিশ্চিত করেন। তাহসিন সাত রাউন্ডের মধ্যে জয় পান পাঁচটিতে আর ড্র করেন দুই ম্যাচ। আন্তর্জাতিক মাস্টার ডি সিলভা রানার-আপ হন।
৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের আরেক ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ষষ্ঠ হয়েছেন।
বালিকা বিভাগে র্যাপিড দাবায় ৩ পয়েন্ট নিয়ে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ৩৬তম হন। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তুর্কমেনিস্তানের সোহরাদোভা লেইলা। তিনি সাড়ে ছয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন।