দোহায় অনুষ্ঠেয় এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসিফ ইমরান ও শুভ বিশ্বাস। ঢাকার বনানী ক্লাবে পাঁচ দিনব্যাপী বাছাই পর্ব শেষে নির্বাচিত এই দুই খেলোয়াড়ের নাম ঘোষণা করেনবাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন (বিবিএসএফ)।
বাছাই পর্বে মোট ৩২ জন খেলোয়াড় অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসিফ ও শুভ চূড়ান্তভাবে নির্বাচিত হন।
আসিফ ইমরান, বাংলাদেশের একজন পেশাদার কিউ স্পোর্টস খেলোয়াড়। অসাধারণ দক্ষতা ও মেধা দ্বারা ২০০৪ সাল থেকে কিউ স্পোর্টস জগতে আছেন তিনি। ১৫টিরও বেশি জাতীয় শিরোপা জেতা আসিফ এর আগে কাতার আইবিএসএফ ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২, সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২, এবং আইবিএসএফ এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।
সদ্য শেষ হওয়া সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন আসিফ। ১৯ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় ১৩০ সর্বোচ্চ ব্রেক ও ২টি শতক নিয়ে তিনি কিউ স্পোর্টসে দেশের সুনাম ছড়িয়ে যাচ্ছেন।
বাংলাদেশের পেশাদার স্নুকার ও পুল খেলোয়াড় শুভ বিশ্বাস আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ রেখে চলেছেন। ২১ বছরেরও বেশি পেশাদার অভিজ্ঞতা নিয়ে ন্যাশনাল টিম চ্যাম্পিয়নশিপে এখন অবদি চারবার চ্যাম্পিয়ন হওয়ার খেতাব আছে শুভ বিশ্বাসের। তার উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০২২ সালে ওয়ার্ল্ড কাপে আয়ারল্যান্ডকে পরাজিত করা এবং সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২ এ শ্রীলঙ্কাকে হারানো।
এছাড়াও, মালয়েশিয়াতে আইবিএসএফ ওয়ার্ল্ড কাপ-২০২২ এ ৬ রেড চ্যাম্পিয়নশিপ, এবং সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২১, ২০২২-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। তার ক্যারিয়ারের সর্বোচ্চ ব্রেক ১১৪, যা তার অসাধারণ দক্ষতা ও প্রতিভার প্রমাণ।
গত ১৫ জানুয়ারি বাছাই পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রুবেল আজিজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিবিএসএফের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএসএফের ভাইস প্রেসিডেন্ট আজিজ আল মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াসাত করিম ভূঁইয়া, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকারের মেম্বার ইনচার্জ সিফাত আহমেদ চৌধুরী ও বনানী ক্লাব লিমিটেডের মেম্বার ইনচার্জ সৈয়দ আহসানুল আপন।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর কোনো ‘ন্যাশনাল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত না হওয়ায় খেলোয়াড়দের র্যাংকিং করা সম্ভব হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশে গত বছরের ১৪ নভেম্বর বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের নতুন কমিটি দায়িত্বপ্রাপ্ত হয় এবং অল্প সময়ের মধ্যেই জানুয়ারি মাসে অনুষ্ঠিত সার্ক টুর্নামেন্টে দুইজন খেলোয়াড় পাঠায়। একই ধারাবাহিকতায় এশিয়ান চ্যাম্পিয়ানশিপের জন্য খেলোয়াড় বাছাই এর প্রক্রিয়া শুরু করে।
নিজেদের দক্ষতা ও যোগ্যতায়, এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে এবং আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত আসিফ ইমরান ও শুভ বিশ্বাস।