থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় ‘২০২৫ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’ এ অংশ নিতে থাইল্যান্ড গেলো বাংলাদেশ দল। প্রথম দফায় ১৮ জন আরচ্যার ঢাকা ছেড়েছেন। দলের অন্য একজন সদস্য (কম্পাউন্ড মহিলা আরচ্যার) একাডেমিক পরীক্ষার কারণে আজ দিবাগত রাত ২টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হবেন।
১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দলের নামের তালিকা:
(১) আবু মোঃ ফজলুর রহমান মুকুল- দলনেতা, (২) সোহেল আকরাম- টিম ম্যানেজার, (৩) ফারহাদ জেসমিন লিটি- টিম ম্যানেজার, (৪) মার্টিন ফ্রেডরিক- প্রধান প্রশিক্ষক, (৫) মোহাম্মদ হাসান- সহকারী প্রশিক্ষক, (৬) মোঃ ইমদাদুল হক মিলন- সহকারী প্রশিক্ষক।
রিকার্ভ পুরুষ আরচ্যার: (৭) মোঃ রাকিব মিয়া, (৮) মোঃ মিশাদ প্রধান, (৯) রামকৃষ্ণ সাহা, (১০) মোঃ সাগর ইসলাম।
কম্পাউন্ড পুরুষ আরচ্যার: (১১) মোঃ সোহেল রানা, (১২) হিমু বাছাড়, (১৩) নেওয়াজ আহমেদ রাকিব।
রিকার্ভ মহিলা আরচ্যার: (১৪) সীমা আক্তার শিমু, (১৫) মোসাঃ ইতি খাতুন, (১৬) সোনালী রায়।
কম্পাউন্ড মহিলা আরচ্যার: (১৭) পুস্পিতা জামান, (১৮) বন্যা আক্তার ও (১৯) খুরশিদ জাহান।
উল্লেখ্য আসন্ন ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫ ঢাকায় আয়োজনের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল টুর্নামেন্ট চলাকালীন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার সভায় উপস্থাপন করবেন।