ঢাকায় প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ, বাজেট ১০ কোটি টাকার বেশি

প্রথমবারের মতো ঢাকায় বসতে যাচ্ছে আইকেএফ নারী কাবাডি বিশ্বকাপের আসর। ১৪টি দেশের অংশগ্রহণে আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আয়োজনে নির্ধারিত বাজেট ধরা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় টুর্নামেন্টের লোগোও।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন,

“তারুণ্যের উৎসবের অংশ হিসেবেই আমরা নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছি। এটা যেকোনো দেশের জন্যই মর্যাদার বিষয়। ‘বিউটিফুল বাংলাদেশ’ ভাবনা থেকে আমরা বাংলাদেশ পর্যটন বোর্ডকে যুক্ত করার চেষ্টা করছি। জাতীয় খেলা হিসেবে কাবাডিকে সামনে আনতে চাই। এই আয়োজনের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক গড়ে উঠবে।”

বিশাল বাজেটের কারণ জানতে চাইলে তিনি আরও জানান,

“আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ) টিকিট বাবদ সাড়ে তিন কোটি টাকা দেবে। সরকারের কাছ থেকে পাঁচ কোটি টাকা অনুদান পাব, আর বাকি টাকা আসবে স্পনসরদের কাছ থেকে। আমরা মনে করি, এই আয়োজন দেশের কাবাডিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

আয়োজনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি বলেন,

“আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করব সব বিভাগকে নিয়ে। সশস্ত্র বাহিনীর সহযোগিতাও নেওয়া হবে। যেহেতু সব খেলোয়াড় নারী, তাই নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

Exit mobile version