মাঝে মাঝে একের পর এক শোকসংবাদ ক্রীড়াঙ্গনকে স্তব্ধ করে দেয়। পাকিস্তানের কাবাডি অঙ্গনও এবার তার ব্যতিক্রম নয়। মাত্র একদিনের ব্যবধানে মাঠে খেলার সময় হৃদরোগে একজন খেলোয়াড়ের মৃত্যু ঘিরে শোকের ছায়া কেটে ওঠেনি, ঠিক তার পরই আন্তর্জাতিক অঙ্গনের তারকা কাবাডি খেলোয়াড় নাসির পাহলওয়ান দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে পাঞ্জাব প্রদেশের কাসুরের উপশহরীয় এলাকায় বাড়ি ফেরার পথে ডাকাতির শিকার হয়ে প্রাণ হারান নাসির। জাতীয় দলের হয়ে একাধিক আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নেওয়া নাসির ভারতের বিপক্ষেও পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হাভেলি লাখা থেকে বাড়ি ফেরার পথে মাই রাবো–দেপালপুর সড়কে সশস্ত্র দুর্বৃত্তরা তার গাড়ি থামায়। ডাকাতির চেষ্টা প্রতিরোধ করলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি চালায়। গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত লাহোরে নেওয়া হচ্ছিল, তবে পথে তিনি মারা যান। তার ঘাড়ে একাধিক গুলির আঘাত লেগেছিল।
খাড়িয়ানের বাসিন্দা নাসির তিন সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন এবং কাবাডি অঙ্গন শোকাহত। মরদেহ ময়নাতদন্তের জন্য তহসিল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাসিরের ভাই সংবাদমাধ্যমকে বলেন, “তিনি ক্রীড়াজগতে দেশকে সম্মান এনে দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সড়ক অপরাধের বলি হয়েছেন।”
এ ঘটনায় আল্লাহাবাদ থানায় অজ্ঞাতনামা হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানাচ্ছে, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।
নাসিরের মর্মান্তিক মৃত্যু কাবাডি অঙ্গনসহ স্থানীয় জনগোষ্ঠীতে ক্ষোভ ও শোকের ছায়া ফেলেছে। তারা দ্রুত বিচার এবং এলাকার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় কাসুর অঞ্চলে সশস্ত্র অপরাধ ও নিরাপত্তাহীনতার চিত্রও নতুন করে সামনে এসেছে।
