যশোরে শুরু জাতীয় কাবাডি’’র ‘রুপসা জোনের’ খেলা

যশোরে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের ‘রুপসা জোনের’। এই অঞ্চলের পুরুষ ও নারী বিভাগে যথাক্রমে পাঁচ ও সাতটি করে দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনের খেলায় দারুণ জয় পেয়েছে স্বাগতিক যশোর। পুরুষ বিভাগের প্রথম ম্যাচে তারা মেহেরপুর জেলাকে বিশাল ব্যবধানে ৭১-১৯ পয়েন্টে হারিয়েছে। অন্যদিকে, নারী বিভাগে সাতক্ষীরা দল কুষ্টিয়াকে ৩৪-২০ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করেছে।

যশোর জিমনেশিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল।

এছাড়া, কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং যশোর কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশারও উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ পুরো দেশকে আটটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে। রুপসা জোনের আগে পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র জোনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলোকে নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

Exit mobile version