আসছে ২২ অক্টোবর বাহরাইনে তৃতীয় যুব এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। তবে এর আগেই শুরু হয়েছে কাবাডি ডিসিপ্লিনের খেলা। গতকাল প্রতিযোগিতার প্রথম দিনেই বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলই ভারতের বিপক্ষে পরাজিত হয়েছে।
পুরুষ বিভাগে বাংলাদেশ ১৯–৮৩ পয়েন্টের বিশাল ব্যবধানে হারে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখে ভারত। প্রথমার্ধে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট, যেখানে প্রতিপক্ষের ঝুলিতে জমা পড়ে ৪৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে ৫ পয়েন্ট বেশি তুললেও ব্যবধান কমাতে পারেনি লাল-সবুজরা। দুই অর্ধে একবারও ভারতকে অল আউট করতে পারেনি বাংলাদেশ, বিপরীতে ভারত প্রথমার্ধে ৮ ও দ্বিতীয়ার্ধে ৬ বার বাংলাদেশকে অল আউট করে।
মেয়েদের ম্যাচে তুলনামূলক লড়াই করেছে বাংলাদেশ। বালিকা দল ৪৬–১৮ পয়েন্টে হারলেও প্রথমার্ধে (২১–৯) কিছুটা প্রতিরোধ গড়েছিল। দ্বিতীয়ার্ধে আবারও ৯ পয়েন্ট তুললেও ভারতের মেয়েরা ২৫ পয়েন্ট সংগ্রহ করে বড় জয় নিশ্চিত করে।
বাংলাদেশ-ভারত কাবাডি ম্যাচ সাধারণতই একপেশে হয়ে থাকে, এবার বয়সভিত্তিক আসরেও তার ব্যতিক্রম হয়নি। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে এই অভিজ্ঞতা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কাজে দেবে বলে মনে করছেন কোচরা। বিশেষ করে নারী বিভাগে মাত্র পাঁচটি দল থাকায় বাংলাদেশের ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা এখনো উজ্জ্বল।
