ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আন্ত:হল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে।
এছাড়া ছাত্রদের গ্রুপে জগন্নাথ হল এবং ছাত্রীদের গ্রুপে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল রানার্স-আপ হয়েছে।
ছাত্র গ্রুপে ব্যক্তিগত ইভেন্টে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী খালিদ মহিবুল্লাহ ও সারজিল হাসান খান জিদান যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। ছাত্রদের ব্যক্তিগত ইভেন্টে মো. সোবহান আলী হৃদয় রানার্স-আপ হয়েছেন।
ছাত্রী গ্রুপে ব্যক্তিগত ইভেন্টে শামসুন নাহার হলের শিক্ষার্থী জুয়াইরিয়া ফেরদৌস চ্যাম্পিয়ন এবং রোকেয়া হলের শিক্ষার্থী হালিমাতুল সাদিয়া রানার্স-আপ হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান (২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার) কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।