বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় সেন্ট যোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ওপেন পাওয়ার চেস ক্লাবের আয়োজনে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আজ (রোববার) থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। উর্ধ্ব-২০০০ এবং অনুর্ধ্ব-২০০০ দু’টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।

পন পাওয়ার চেস একাডেমির সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার আবুল বাশার, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্ত্রী তাসমিন সুলতানা, আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য শামীম আকন্দ ও পন পাওয়ার চেস একাডেমির সাধারণ সম্পাদক ইকবাল হোসন বাবু।
উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৭ জন ফিদে মাস্টারসহ ৩১ জন খেলোয়াড় এবং অনুর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ১০৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।
প্রথম দিনেরে খেলায় উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ১৩ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন। এরা হলেনঃ প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, অনত চৌধুরী, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, মোঃ মঞ্জুর আলম, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন, মহিলা ফিদে মাস্টার নোশিন. মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও ক্যান্ডিডডেট মাস্টার সোহেল চৌধুরী।
মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষের সাথে ড্র করেন।
অনুর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ৪৬ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন।
প্রত্যেক গ্রুপের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
বিজয়ীদের মোট নগদ এক লক্ষ তেইশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
আগামীকাল (সোমবার) বলা ৩-০০ (তিন) টা হতে উভয় গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।