বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর অলিম্পিকের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচজন ক্রীড়াবীদ। এদের মধ্যে কেবলমাত্র আরচ্যার সাগর ইসলাম গেছেন যোগ্যতা অর্জন করে। বাকি চারজন খেলছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আইওসি’র ওয়াইল্ডকার্ড নিয়ে। এরা হলেন শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন ও স্প্রিন্টার ইমরানুর রহমান।
শ্যুটিং
১০ মিটার এয়ার রাইফেলে শ্যুটার রবিউল ইসলাম বাছাইয়ে অংশ নিবেন। আজ ২৮ জুলাই বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বাছাই পরীক্ষা দিবেন রবিউল।
সাঁতার
সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে নামবেন আগামী ৩০ জুলাই বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
নারী সাঁতারু সোনিয়া আক্তার ৫০ মিটার ফ্রি স্টাইল বাছাইয়ে অংশ নিবেন ৩ আগস্ট।
আরচ্যারি
৩১ জুলাই বাংলাদেশ সময় বিকাল চারটায় র্যাংকিং রাউন্ড দিয়ে রিকার্ভ সিংগেলসে মূল পর্বের লড়াইয়ে নামবেন সাগর ইসলাম। এর আগে ৬৪জন আরচ্যারের মধ্যে র্যাংকিং রাউন্ডে ৬৫২ স্কোর নিয়ে ৪৫তম হন সাগর।
অ্যাথলেটিক্স
দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান দ্বিতীয়বারে মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন। আগামী ৪ আগস্ট ১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্ব শুরু হবে রাত সাড়ে ১০টায়।