ঢাকায় তারুণ্যের উৎসব করলো বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশন। আজ (বুধবার) বিকেলে ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে তারুণ্যর উৎসব স্কুল চুকবল চ্যাম্পিয়ানশীপ ২০২৫ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলার ৮টি বালক ও বালিকা স্কুলে চুকবল প্রশিক্ষণ কর্মসূচি শেষে এই স্কুল গুলোকে নিয়ে তারুণ্যর উৎসব স্কুল চুকবল চ্যাম্পিয়ানশীপ ২০২৫ অনুষ্ঠিত হয়।
তারুণ্যর উৎসব স্কুল চুকবলের বালক বিভাগে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে ভিকারুননিসা অলস্টার স্পোটর্স ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।
ফাইনাল নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৭-২৬ পয়েন্টে নারিন্দা একাডেমিকে এবং বালিকা বিভাগে ভিকারুননিসা অলস্টার স্পোটর্স ক্লাব ১৯-১৮ পয়েন্টে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজকে পরাজিত করেছে।
বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের সভাপতিত্বে অুনষ্ঠিত তারুণ্যর উৎসব স্কুল চুকবল চ্যাম্পিয়ানশীপ ২০২৫ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরু, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেকুজ্জামান স্বপন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম স্বপন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফিদে জোন ৩.২ এর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন শামীম, চুকবল সংগঠক রায়হান উদ্দিন রুবেল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক ও চ্যাম্পিয়ানশীপ পরিচালনা কমিটির সম্পাদক কল্লোল দাশ।
তারুণ্যর উৎসব স্কুল চুকবল চ্যাম্পিয়ানশীপ ২০২৫ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণীর আগে পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তারুণ্যর উৎসব ২০২৫ পালন উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের আয়োজনে চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা এবং সচেতনতা বৃদ্ধি, পরিবেশ দূষণরোধে বিবিধ কর্মসূচি পালিত হচ্ছে।