ঢাকায় রাগবি সিরিজ
বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সার্বিক তত্ত্বাবধানে এবং এশিয়া রাগবির সহযোগিতায় আগামী ২৩-২৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ-২০২৫। পৃষ্ঠপোষকতা করছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি।
শনিবার দুপুরে জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিরিজের বিস্তারিত তুলে ধরা হয়।
সিরিজের প্রথম দিন অর্থাৎ ২৩ নভেম্বর সেভেন-এ সাইড ফরম্যাটে দুপুর ২টা ও বিকেল ৪টায় মোট দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরদিন ২৪ নভেম্বর ফিফটিন সাইডের মূল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত এশিয়ান রাগবি উন্নয়ন কর্মকর্তা মাহফিজুল ইসলাম জানান, “বাংলাদেশে রাগবির বিস্তার ও মানোন্নয়নে আমরা দীর্ঘদিন কাজ করছি। সিরিজটি এশিয়া রাগবির আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ সিরিজ হিসেবে আয়োজন করা হচ্ছে।”
বাংলাদেশ দল দীর্ঘ ক্যাম্পে প্রস্তুতি নিয়েছে জানিয়ে দলের কোচ বলেন, “খেলোয়াড়রা আত্মবিশ্বাসী এবং নেপালের বিপক্ষে ভালো ফলের আশা করছেন। নেপাল থেকেও এসেছে ইতিবাচক সুর—তাদের কোচ ও অধিনায়ক জানান, স্বাগতিকদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের লক্ষ্যে তারা প্রস্তুত।”
তৈরি হয়েছে বিতর্ক
এদিকে, জাতীয় স্টেডিয়ামে সিরিজের আয়োজন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নারী ফুটবলের ত্রিদেশীয় টুর্নামেন্ট সামনে রেখে বাফুফে মাঠের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ভেন্যু বাতিলের অনুরোধও জানানো হয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর কাছে।
আন্তর্জাতিক গুরুত্ব
তবে এনএসসি নির্বাহী পরিচালক নজরুল ইসলাম জানিয়ে দেন, আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনায় রাগবি সিরিজের জন্য মাঠ বরাদ্দই থাকবে। তিনি বলেন, “২৪ নভেম্বর রাগবি শেষ হবে, ২৬ নভেম্বর ফুটবল শুরু। প্রস্তুতির জন্য একদিন সময় পাওয়া যাবে—সমস্যা হওয়ার কথা নয়।”
মাঠের ওপর চাপ কিংবা ঘাসের ক্ষতি নিয়ে কিছু শঙ্কা থাকলেও রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতার উজ জামান ভেন্যু নিরাপদ রাখার ব্যাপারে আশ্বস্ত করেন, “রাগবিতে গর্ত খোঁড়ার কিছু নেই। ম্যাচের সময়ও কম। আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েই আয়োজন করছি।”
সংবাদ সম্মেলন শেষে মাঠে দুই দলের অধিনায়ক ও খেলোয়াড়দের ফটোসেশনও অনুষ্ঠিত হয়, যা ম্যাচ শুরুর আগেই রাগবি সিরিজকে ঘিরে আলাদা আবহ তৈরি করেছে।
বাংলাদেশে রাগবির নিজস্ব কোনো ভেন্যু না থাকলেও এবার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক সিরিজের আয়োজনকে অনেকেই খেলাটির জন্য বড় অগ্রগতি হিসেবে দেখছেন। আয়োজকরা জানালেন, খেলা ছাড়াও দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও থাকবে, যেন আন্তর্জাতিক রাগবির এই আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
