তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলো

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে “তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা” আয়োজন করেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে। প্রতিযোগিতায় সার্ভিসেস টীম, বিকেএসপি, জেলা ক্রীড়া সংস্থা এবং সুইমিং ক্লাব থেকে মোট ২৩ টি টীমের খেলোয়াড়, টিম অফিসিয়াল, মিট অফিসিয়াল ও কর্মকর্তাসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেছেন।

বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মিয়া ভাই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Exit mobile version