দাবা অলিম্পিয়াডে জায়গা করে নিলেন জিয়ার ছেলে

ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে নিয়ে আবারও অলিম্পিয়াড খেলার স্বপ্ন দেখেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। নিজে অলিম্পিয়াড নিশ্চিত করলেও শঙ্কায় ছিলেন জাতীয় দাবায় শীর্ষে পাঁচে থাকবে কি না তাঁর ছেলে এ নিয়ে । কদিন আগেই পৃথিবীর পরপারে পারি জমিয়েছেন জিয়া, আর হাঙ্গেরিতে অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তার ছেলে তাহসিন।

জাতীয় দাবার শেষ রাউন্ড ছিল গতকাল (বুধবার)। মনন রেজা নীড় ১৩ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন গ্র্যান্ডমাস্টার রাজীব ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ। তাঁদের দুইজনের পয়েন্টই ৯।

আর সমান ৮ পয়েন্ট দুই গ্র্যান্ডমাস্টার জিয়া ও নিয়াজের। সাত পয়েন্ট নিয়ে যুগ্মভাবে ফিদে মাস্টার তাহসিন ও অনত চৌধুরি ছিলেন পঞ্চম স্থানে।

জাতীয় দাবায় পঞ্চম স্থানে থাকা দাবারু অলিম্পিয়াডে খেলার সুযোগ পান। আজ প্লে-অফে নিষ্পত্তি হয়েছে পঞ্চম স্থানের । প্লে-অফের প্রথম পর্বে কালো ঘুটি নিয়ে অনতকে পরাজিত করেন তাহসিন। এর কিছুক্ষণ পর সাদা নিয়ে আরেক রাউন্ডে তাহসিন ড্র করলে তাঁর অলিম্পিয়াড নিশ্চিত হয়ে যায়।

Exit mobile version