বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বাদে দেশের বাকি সকল ফেডারেশনের সভাপতি অপসারণ করল মন্ত্রণালয়। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বিদ্যমান ৪২টি ফেডারেশন/এসোসিয়েশনের সভাপতিকে অপসারণ করেছে।
অবশ্য আগেই দাবা ও কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ ও ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এক প্রজ্ঞাপনে নতুন সভাপতি নিয়োগ প্রদানের লক্ষ্যে সকল ফেডারেশনের সভাপতি অপসারণের উল্লেখ থাকলেও, আরেকটি প্রতিস্থাপিত প্রজ্ঞাপনে অবশ্য সকল ফেডারেশনের সভাপতি উল্লেখ নেই।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে উক্ত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার বিদ্যমান সভাপতিগণকে এতদ্বারা অপসারণ করিল।’
১, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন,২ বাংলাদেশ শ্যূাটিং ফেডারশন,৩ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন,৪ বাংলাদেশ জুডো ফেডারেশন, ৫ বাংলাদেশ কারাত ফেডারেশন, ৬ বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন, ৭ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, ৮ বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন, ৯ বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, ১০ বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন, ১১ বাংলাদেশ মহিল ক্রীড়া সংস্থা, ১২ বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, ১৩ বাংলাদেশ বধির ক্রীড়া সংস্থা।
১৪ বংলাদেশ বাশাআপ ফেডারেশন অ্যাসোসিয়েশন, ১৫ বাংলাদেশ রাগবি ফেডারেশন, ১৬ বাংলাদেশ ফেন্সি ফেডারেশন, ১৭ বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন, ১৮ ন্যাশনাল প্যারালিস্পিক কমিটি অব বাংলাদেশ, ১৯, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, ২০ বাংলাদেশ বাউন্টোরিয়ারিং অ্যাসোসিয়েশন, ২১ বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশন, ২২ বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, ২৩ বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন,
২৪ বাংলাদেশ প্যারা আরচ্যারি অ্যাসোসিয়েশন, ২৫ বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, ২৬ বাংলাদেশ উশু ফেডারেশন,২৭ বাংলাদেশ ক্যারম ফেডারেশন, ২৮ বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন,২৯ বাংলাদেশ টেনিস ফেডারেশন, ৩০ বাংলাদেশ এ্যামেচার রেসিলিং ফেডারেশন, ৩১ বাংলাদেশ রোলার স্কোটিং ফেডারেশন, ৩২ বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, ৩৩ বাঙলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন, ৩৪ বাংলাদেশ ভলিবল ফেডারেশন,
৩৫ বাংলাদেশ স্কোয়াশ ব্যাকেটস ফেডারেশন,৩৬ বাংলাদেশ রোইং ফেডারেশন, ৩৭ বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো এস্যোসিয়েশন, ৩৮ বাংলাদেশ ঘুড়ি এসোসিয়েশন, ৩৯ বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন,৪০ বাংলাদেশ খিউকুশিন কারাত অ্যাসোসিয়েশন, ৪১ বাংলাদেশ খো খে ফেডারেশন ও ৪২ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন।