বাংলাদেশের কাবাডি অঙ্গন অস্থির সময় পার করছে। এরই মাঝে কাবাডি অঙ্গনে এসেছে একটা উচ্ছ্বাসের সংবাদ। নেপাল কাবাডি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের খেলার সুযোগ এসেছে। এ জন্য কাবাডি ফেডারেশন ছয় খেলোয়াড়ের নাম পাঠিয়েছে।
আগামী মাসে নেপালে কাবাডি লিগ শুরু হওয়ার কথা। আগামী ১০ তারিখ টুর্নামেন্টটির প্লেয়ার ডাফট। এ জন্য ফেডারেশন মিজানুর, শাহান, ইয়াসিন আরাফাত, মনিরুল চৌধুরী, সবুজ মিয়া ও রোমান হোসেনের নাম পাঠিয়েছে।
ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, আমাদের কোচিং প্যানেল রয়েছে। তারা নেপালের নির্দেশনা অনুসরণ করে খেলোয়াড় নির্বাচন করেছে। নেপাল পজিশনভিত্তিক দুইজন করে খেলোয়াড় চেয়েছে। সেভাবেই খেলোয়াড় চুড়ান্ত করা হয়েছে।