বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ‘অলিম্পিক’ মানেই যেন চীনের অ্যাথলেটদের জয়জয়কার। এবার প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণটাও জয় করলো চীন। শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দ্বৈতে (ছেলে ও মেয়ে) চীনকে এই সাফল্য এনে দেন লিহাও সেং ও ইয়ুতিং হুয়াং জুটি।
শুক্রবার রাতে জমকালো উদ্বোধনের পর শনিবার সকাল থেকে শুরু হয়েছে পদক জয়ের লড়াই। প্রথম দিনই ১৪টি ইভেন্টে স্বর্ণের নিষ্পত্তি হয়। যার প্রথমটি ছিলো শ্যুটিংয়ে।
১০ মিটার মিশ্র এয়ার রাইফেলে চীনের প্রতিদ্বন্দ্বি ছিলো দক্ষিণ কোরিয়া। জিহিউম কিউম ও হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়ে দেন চীনের লিহাও সেং ও ইয়ুতিং হুয়াং জুটি।
এই ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। সাতপায়েভ ইসলাম ও লে আলেকজান্দ্রা জুটি ১৭-৫ পয়েন্টে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ ও আনা ইয়ানসেন জুটিকে হারিয়ে ব্রোঞ্জ জয় করেন।