রোনালদো শুধু সৌদি প্রো লিগেই খেলেন না দেশটির ক্রীড়া প্রসারেও নানা কাজ করেন। তবে কি কি কাজ তাকে করতে হবে সে বিষয়টা খোলাসা করেনি কোন পক্ষই। এই যেমন প্রো লিগের বিরতির মাঝে গেলেন রিয়াদের একটি বক্সিং ম্যাচে। কিন্তু সেখানে গিয়েই পড়লেন ঝামেলায়।
সৌদি প্রো লিগের ম্যাচের ছুটিতে এই পর্তুগীজ তারকা হাজির হয়েছিলেন রিয়াদের এক বক্সিং ইভেন্টে। সেখানে অ্যান্থনি জোসুয়া এবং ওটো ওয়ালিনের লড়াই ছিল। সে লড়াই দেখতে হাজির হয়েছিলেন হাজারো দর্শক।
রোনালদো যখন হাজির তখন কি আর জোসুয়া-ওয়ালিনের লড়াইয়ের আর আকর্ষণ থাকে? ছিলও না। সবাই মেতে ওঠেছিল রোনালদোকে নিয়ে। দর্শক আগ্রহের কারণে বক্সিং রিংয়েও যেতে হয়েছিলো রোনালদোকে। ইউএফসি কিংবদন্তি কনোর ম্যাকগ্রেগরকে নিয়ে রিংয়ে উপস্থিত হয়েছিলেন এই পর্তুগীজ তারকা।
তবে অনুষ্ঠানে একটা বিশ্রি ঘটনাও ঘটেছে। আর ঘটনা ঘটেছে ওই ম্যাকগ্রেগরের সঙ্গে।
ম্যাকগ্রেগর যখন রোনালদোর পাশে এসে বসেন তখন তিনি রোনালদোকে ম্যানি প্যাককুইয়াও সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন। সে সময় পর্তুগিজ তারকা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
দেখে মনে হয়েছে তার কথা শোনার কোন ইচ্ছা ছিলো না রোনালদোর। তারপরও ম্যাকগ্রেগর তার কথা অব্যাহত রাখেন। কিছু সময় পর রোনালদো জোর করে নিজেকে হাসান এবং ম্যাকগ্রেগরের সঙ্গে ‘হেডশেক’ করে খেলায় দেখায় মনোযোগী হন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















