ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছে ২৪১ জন। ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মধ্যাহ্নে বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটির গন্তব্য ছিল ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর। বিমানের বেশিরভাগ যাত্রী ভারতের হলেও তাতে ছিলো ইউরোপের বেশ কয়েকটি দেশের নাগরিক।

বিমান বিধ্বস্তের কিছুক্ষণের মধ্যেই ওই ফ্লাইটে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বলা হয়েছে, ‘এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত এআই-১৭১ ফ্লাইটে ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, কানাডার একজন ও পর্তুগালের সাতজন নাগরিক ছিলেন।

এই ঘটনায় ভারতসহ সংশ্লিষ্ট দেশের তৈরি হয়েছে শোকাবহ পরিস্থিতি। মন কাঁদছে ক্রীড়াঙ্গনের মানুষদেরও। ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব থেকে শুরু করে দেশটির ফুটবলার সুনীল ছেত্রী, অলিম্পিয়ান নীরাজ চোপড়া তাদের শোক প্রকাশ করেছেন। এই তালিকায় আছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা লেখেন, ‘আহমেদাবাদ থেকে সত্যিই দুঃখজনক ও বিব্রতকর খবর এলো। নিহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
একই প্ল্যাটফর্মে বিরাট কোহলি লিখেছেন, ‘‘আহমেদাবাদে বিমান বিধ্বস্তের খবরে মর্মাহত। ক্ষতিগ্রস্থদের জন্য প্রার্থনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা।’
আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান লিখেছেন, ‘আহমেদাবাদে আজ মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে সত্যিই মর্মাহত।’