নেপালের কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ টেবিল টেনিস বাছাইপর্বে বাংলাদেশ নারী ও পুরুষ দল প্রথম দিনেই হতাশ করেছে। দুই দলেরই তিনটি করে ম্যাচে হার প্রমাণ করে প্রস্তুতির ঘাটতি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব।
পুরুষ দল ইতিহাসে প্রথমবার মালদ্বীপের বিপক্ষে ৩-২ ব্যবধানে পরাজিত হয়, যা টেবিল টেনিস অঙ্গনের জন্য এক বড় ধাক্কা। এরপর ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় তারা। স্বাগতিক নেপালের বিপক্ষে কিছুটা লড়াই করলেও ৩-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
পুরুষ দলের খেলোয়াড় জাভেদ আহমেদ বলেন, ‘আমাদের এখন আর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। তিন ম্যাচই হেরেছি কাল শ্রীলঙ্কাকে হারালেও হবে না।’ হারের কারণ হিসেবে তিনি যোগ করেন, ‘গতকাল যে টেবিলে অনুশীলন করেছি আজ টুর্নামেন্টের সময় দেখলাম ভিন্ন। এই টেবিলে বল অনেক বাউন্স করে এজন্য আমাদের অনেক কষ্ট হয়েছে।’
নারী দলও একই রকম হতাশ করেছে। মালদ্বীপের কাছে ৩-১, ভারতের কাছে ৩-০ এবং স্বাগতিক নেপালের কাছে পরাজয় বরণ করে তারা।
এর পেছনে দল নির্বাচনে ফেডারেশনের দোলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিলেকশনের মাধ্যমে দল গঠন করতে চাইলেও খেলোয়াড়রা র্যাংকিংয়ের দাবিতে অনড় থাকায় প্রথমে দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে ফেডারেশন। পরে সমালোচনার মুখে র্যাংকিং ভিত্তিক দল পাঠানো হলেও প্রস্তুতির সময় ছিল মাত্র ৫-৬ দিন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















