ভিসা জটিলতায় আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে খেলা হলো না দেশসেরা গলফারের

এর আগেও ওমানের মাটিতে গলফ খেলেছেন সিদ্দিকুর রহমান। খেলতে চেয়েছিলেন এই বছরেও। তবে ভিসা জটিলতায় শেষ পর্যন্ত ওমানে চলমান আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে পারলেননা দেশসেরা এই গলফার।

গতকাল ওমানে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল সিরিজ ওমান গলফ টুর্নামেন্ট। ২২ কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য এন্ট্রি করেছিলেন সিদ্দিকুর। তবে ভিসা সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত টুর্নামেন্টটিতে অংশ নিতে পারলেন না তিনি।

সমস্যাটা আসলে সিদ্দিকুরের নয়, সমস্যাটা ওমানের আইনে। গতবছরের ৩১ অক্টোবর থকে বাংলাদেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রদান বন্ধ করে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশটি। নতুন আইনের গ্যারাকলে পড়ে ওমানে এশিয়ান ট্যুর গলফের এই আসর থেকে ছিটকে গেলেন সিদ্দিকুর রহমান।

খেলতে না পারায় বিমান টিকেট, হোটেল বুকিং এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় প্রায় সাড়ে চার লাখ টাকা গচ্চা গেলো তাঁর। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটি মিস করায় কন্ঠে হতাশা নিয়ে সিদ্দিক বলেন, ‘ভিসা না পাওয়ায় ওমানের টুর্নামেন্ট খেলতে পারলাম না। একই সময় নিউজিল্যান্ডে আরেকটি টুর্নামেন্ট ছিল। ওমানে খেলব এজন্য সেখানে এন্ট্রি দিইনি। ওমানেও যেতে পারলাম না, নিউজিল্যান্ডেও খেলা হলো না।’

Exit mobile version