পশ্চিমবঙ্গ এক নারী চিকিৎসককে হাসপাতালের মধ্যেই ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল কলকাতাসহ ভারতের বিভিন্ন শহর। যে ঘটনায় বিক্ষোভে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণি সাধারণ মানুষ। ধর্ষণ-খুনের সঙ্গে জড়িতদের শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে।
গত বুধবার রাত দখলের কর্মসূচি পালন করা হয়। আর সেই কর্মসূচিতে যোগ দেয়ার ইচ্ছ থাকলেও যোগ দিতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি।
আনন্দবাজার জানায়, শনিবার (১৭ আগস্ট) এক প্রোগ্রামে উপস্থিত হয়ে ডোনা গাঙ্গুলি বলেন, ‘সে দিন আমরা ঠিক করেছিলাম পথে নামব। কিন্তু সানার হঠাৎ ডিহাইড্রেশন হয়, বমি করতে শুরু করে। তাই আমাদের আর নামা হয়নি। ‘আমাদের’ বলতে ডোনা সঙ্গী হিসেবে সৌরভের কথা বলতে চেয়েছেন কিনা অবশ্য সেই অনুষ্ঠানে তা নিশ্চিত করা হয়নি। যদি সেই অনুষ্ঠানে ডোনার পাশেই ছিলেন সৌরভ গাঙ্গুলি।
এর আগে আরজি করের ঘটনার নিন্দা জানিয়ে সৌরভ জানায়, এই ঘটনা ভয়ঙ্কর। দোষীদের এমন শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এ রকম ঘটনা কেউ ঘটাতে না পারে।’