জাতীয় দলের আলোচিত ফুটবলার হামজা চৌধুরী শাহ্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। শাহ সিমেন্টের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবশ্য উভয় পক্ষের মধ্যে কবে নাগাদ চুক্তি হয়েছে তা জানানো হয়নি।
হামজা ও আবুল খায়ের গ্রুপের ব্রান্ড ডিরেক্টর নওশাদ চৌধুরীর ছবি যুক্ত করে শাহ সিমেন্টের ফেসবুকে উল্লেখ করা হয়েছে, ‘হামজা চৌধুরী সম্প্রতি শাহ সিমেন্টের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।’
শাহ সিমেন্টের পেইজে দেয়া এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় কাজ করে চলা দেশের নম্বর ওয়ান সিমেন্ট ব্র্যান্ড শাহ্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি যুক্ত হয়েছি। আশা করি এই পথচলা দারুণ হবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেনগত মার্চ মাসে। আর দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলেন চার জুন জাতীয় স্টেডিয়াম, ঢাকায়। দেশের মাটিতে অভিষেক ম্যাচে গোলও করেন এই মিডফিল্ডার।