আগামীকাল (২১ মে) থেকে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে দেশের ৮০টি দল, যেখানে প্রায় ৫৫০ জন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপির সাঁতারুরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বয়সভিত্তিক ভাগে বালক ও বালিকাদের পাঁচটি গ্রুপে প্রতিযোগিতা হবে: অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ এবং ১৮-২০।
সাঁতারে মোট ১০০টি এবং ডাইভিংয়ে ৪টি ইভেন্ট মিলিয়ে মোট ১০৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ডাইভিং প্রতিযোগিতাগুলো আয়োজন করা হবে মিরপুর কমপ্লেক্সের ডাইভিং পুলে।
বিজয়ীদের জন্য রয়েছে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। দলগতভাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে ট্রফি। ব্যক্তিগতভাবে সেরা বালক ও বালিকা সাঁতারুদের দেওয়া হবে ট্রফি ও আর্থিক পুরস্কার।
আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত জানান সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। সঙ্গে ছিলেন যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস ও নৌবাহিনীর প্রতিনিধি কমান্ডার আলিমুল ইসলাম।
এছাড়া জানানো হয়, সারা দেশ থেকে প্রতিভাবান সাঁতারু খুঁজতে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচি চলমান রয়েছে। একইসঙ্গে জুলাইয়ে প্রথমবারের মতো আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতার আয়োজনও করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করার লক্ষ্যে কাজ করছে ফেডারেশন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















