শনিবার থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো। প্রতিযোগিতার বিস্তারিত জানাতে দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাধারণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল করিম বাদশাহ, সহ-সভাপতি আব্দুল হামিদ, স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ম্যানেজার (মিডিয়া) ইব্রাহিম খলিল পলাশ ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ।
বরাবরের মতো এবারং হ্যান্ড টাইমিংয়ে প্রতিযোগিতা শুরু করতে হবে বলে আক্ষেপ প্রকাশ করলেন ফেডারেশনের কর্তারা। ঘুরে ফিরে সেই একই আলোচনা কিন্তু সুরাহা হওয়ার কোন লক্ষণই যেন নেই।
প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসারসহ ৫২ দলের ৫৫০জন খেলোয়াড় চারদিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পুরুষ ও নারী বিভাগে ১৯টি করে ইভেন্ট ছাড়াও পুরুষ বিভাগে ডাইভিংয়ে তিন এবং ওয়াটারপোলোতে একটি ইভেন্ট রাখা হয়েছে।
বিজয়ী সাঁতারুদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের পাশাপাশি দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি দেয়া হবে। এছাড়া সেরা পুরুষ ও মহিলা সাঁতারুদেরও পুরস্কৃত করা হবে।
শনিবার বিকাল তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
১২ নভেম্বর বিকালে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
