২৮ জানুয়ারি অ্যাডহক কমিটি গঠনের পর ২১ ফেব্রুয়ারি উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করে চমক দেখালো বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। বিকাল সাড়ে তিনটার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন টেবিল টেবিনের রাণীখ্যাত জোবেরা রহমান লিনু।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবকে স্বাগত জনাতেই এবারের টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক বৈমানিক এ এম মাকসুদ আহমেদ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সাড়ে তিনশ খেলোয়াড় সিঙ্গেলস টেবিল টেনিস প্রতিযোগিতায় মুখোমুখি হচ্ছে। অনূর্ধ্ব ১৩ (বালক), অনূর্ধ্ব ১৯ (বালক), পুরুষ, অনূর্ধ্ব ১৩ (বালিকা), অনূর্ধ্ব ১৯ (বালিকা) এবং মহিলা এই ৬ ক্যাটগরি খেলোয়াড়রা এই প্রাইজমানি টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন, রানারআপ এবং সেমি ফাইনালিস্টদের মধ্যে প্রায় আড়াই লাখ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
টুর্ণামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে দেশের অন্যতম শিল্পগ্রুপ দ্যা একমি ল্যাবরেটরিজ। এছাড়া টিটি ফেডারেশনের পাশে এসে দাড়িয়েছে দীর্ঘদিনের সহযোগী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইভেন্টের সহযোগী পার্টনার হিসেবে আছে দি শার্ট মেকার্স গ্রুপ, নভো এয়ার এবং প্রাণ এগ্রো লিমিটেডের মি: নুডুলস।
টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘আমাদের কমিটির বয়স মাত্র ৩ সপ্তাহ। প্রথমেই একটি উম্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমরা দেশের সকল টেবিল টেনিস খেলোয়াড়দের আশ্বস্ত করতে চাই টেবিল টেনিস নিয়ে আমাদের মহাপরিকল্পনা রয়েছে। ঈদের পর র্যাংকিং টুর্নামেন্ট আয়োজনসহ বছরব্যাপী ইভেন্ট ক্যালেন্ডার প্রকাশ করবো।
টেবিল টেনিসে অর্জিত সাফল্যের তুলনায় জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি বলেন, সরকারের সীমিত সামর্থের পাশাপাশি আমরা বিভিন্ন বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের টেবিল টেনিসের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে চাই।
ফেডারেশনের যুগ্ম-সম্পাদক এবং টুর্নামেন্টের আহবায়ক সাবেক জাতীয় চ্যাম্পিয়ন নাসিমুল হাসান কচি সকল স্পন্সরদের ধন্যবাদ জানিয়ে বলেন, নক আউট পদ্ধতিত্বে টুর্নামেন্টের অধিকাংশ খেলাই শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে শনিবারের মধ্যে শেষ হয়ে যাবে। রোববারদিন বিকেল থেকে শুধু সেমিফাইনাল এবং ফাইনালগুলো অনুষ্ঠিত হবে।