ষষ্ঠ জাতীয় নারী বেসবল : ফাইনালে আনসার ও পুলিশ

৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের একটি মুহুর্ত

৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের একটি মুহুর্ত

ষষ্ঠ জাতীয় নারী বেসবল

ধানমণ্ডি রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে চলমান ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।

প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি জয়পুরহাট বেসবল ক্লাবকে ১৫-০০ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ নারী দল একই ব্যবধানে অর্থাৎ ১৫-০০ রানে ঢাকা জেলা বেসবল দলকে পরাজিত করে। 

৬ষ্ঠ জাতীয় নারী বেসবল খেলার একটি মুহুর্ত

এর আগে, প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ আনসার নারী দল সাভার কমিউনিটি ক্লাবকে ২০-০০ রানে পরাজিত করে সেমিফাইনালে স্থান নিশ্চিত করে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়পুরহাট বেসবল ক্লাব চট্টগ্রাম বেসবল ক্লাবকে ১৫-০০ রানে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।

আগামীকাল শনিবার, ১ নভেম্বর দুপুর ১২টায় জয়পুরহাট বেসবল ক্লাব ও ঢাকা জেলা বেসবল দলের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া একইদিন বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে গত পাঁচবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিগত জাতীয় প্রতিযোগিতার রানার্সআপ বাংলাদেশ পুলিশ নারী বেসবল দল।

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আজকের সেমিফাইনাল খেলাগুলোতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য জনাব শরিফ উদ্দিন ও ঢাকা কলেজের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আনোয়ার মাহমুদ এবং বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের (বিবিএসএ) সভাপতি আফজালুর রহমান। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ, জাতীয় দলের কোচ হিরোকি ওয়াতানাবে। 

আগামীকাল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুন নাসের খান।

Exit mobile version