এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২ এ অংশ নিতে আজ সিঙ্গাপুর গেলো বাংলাদেশ আরচ্যারী দল। মাঠের লড়াই শুরু হবে ১৬ জুন। চলবে ২০ জুন পর্যন্ত। ১৪ সদস্যের বাংলাদেশ দলে রিকার্ভ এবং কম্পাউন্ড উভয় বিভাগের খেলোয়াড়রাই রয়েছেন।
টুর্নামেন্টে খেলোয়াড়দের যাওয়ার অনুমতি পাওয়ার বিষয়টি আগে পরে হওয়ায় দু’টি ভিন্ন ফ্লাইটে তারা সিঙ্গাপুর গেছেন। বাংলাদেশ বিমান ৯ জন এবং ইউএস বাংলার ফ্লাইটে গেছেন ৫ জন।
আগামীকাল ১৫ জুন অফিশিয়াল প্র্যাকটিস, টিম ম্যানেজারস মিটিং ও ইকুইপমেন্ট পরীক্ষা সম্পন্ন হবে। পরদিন অর্থাৎ ১৬ থেকে আসরের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শুরু হবে।
সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আরচ্যারী দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলঃ
- রিকার্ভ পুরুষ বিভাগ: আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, মোঃ রাকিব মিয়া, মোঃ সাগর ইসলাম
- রিকার্ভ মহিলা বিভাগ: মোসাঃ মনিরা আক্তার
- কম্পাউন্ড পুরুষ বিভাগ: হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব, মোঃ সোহেল রানা
- কম্পাউন্ড মহিলা বিভাগ: বন্যা আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম আক্তার মনি
এছাড়াও, দলের সাথে ম্যানেজার হিসেবে থাকছেন জার্মানির অভিজ্ঞ কোচ মার্টিন ফ্রেডরিক।